Home শিক্ষা-ক্যাম্পাস গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
জুন ১, ২০২৩

গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

নানান আয়োজনে দেশের অন্যতম প্রধান বেসরকারি বিশ্ববিদ্যালয়,ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করল।০১জুন২০২৩বৃহস্পতিবার,রাজধানীর আফতাব নগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসেএই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সেমিস্টারে স্নাতক ওস্নাতকোত্তর শ্রেণীতে ১৪শ’র বেশি শিক্ষার্থীকে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে নবীনদের বরণ করেনেবার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ সুবিধা সম্পর্কে ধারনা দেয়া হয়।সেই সাথে শিক্ষাকার্যক্রমের সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথিহিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর, অধ্যাপকড. মোহাম্মদ ফরাস উদ্দিন।তিনি ছাড়া ও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউল হক মামুনএ বংবিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ডিনবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনকে কাজে লাগিয়ে দেশের সু-নাগরিক এবং ভবিষ্যৎ-এ নেতৃত্ব দানের জন্য তৈরী হতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।একই সাথে একাডেমিক শিক্ষার পাশাপাশি

বিশ্ববিদ্যালয়ের ক্লাব, লাইব্রেরী এবং গবেষণাগারের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজের গুনাবলীর বিকাশ ঘটানোর তাগিদ দেন।অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ছাড়া ও তাঁদের অভিভাবক,ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

—সংবাদ বিজ্ঞপ্তি

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *