Home বিনোদন ফাঁস হওয়া ছবি ও ভিডিও নিয়ে আলোচনায় শরীফুল রাজ ও সুনেরাহ
Mei ৩০, ২০২৩

ফাঁস হওয়া ছবি ও ভিডিও নিয়ে আলোচনায় শরীফুল রাজ ও সুনেরাহ

অনলাইন ডেস্ক নিউজ,

গতকাল সোমবার দিবাগত রাতে হঠাৎ চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুকে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ পায়। সেখানে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের একটি ভিডিওতে দেখা যায়, রাজের সঙ্গে সুনেরাহর বন্ধুত্বপূর্ণ ও ‘অসংলগ্ন’ কিছু আলাপচারিতা চলছে। সেগুলো রাজের ফেসবুক থেকে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে সমালোচনা।

ভিডিওটিতে দেখা যায় দুই বন্ধুর গল্প। সেখানে রাজ একের পর এক সুনেরাহকে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তরে সুনেরাহকে দু–একবার ‘অসংলগ্ন’ কথা বলতে শোনা যায়। ঘটনা সম্প্রতি সময়ের কি না এবং ‘অসংলগ্ন’ কথার অংশ সুনেরাহর কি না, সেটা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন।

সুনেরাহ বিনতে কামাল
সুনেরাহ বিনতে কামালইনস্টাগ্রাম

সুনেরাহ তাঁর ফেসবুকে লিখেছেন, ‘রাজের বিয়ে করার পরে তার সঙ্গে এখনো আর আমার তেমন যোগাযোগ নেই। আর যেটা ছড়িয়েছে, সেটা আমাদের ডাবিংয়ের দিন। সেদিন আমরা ছবি তুলেছিলাম।

শরিফুল রাজ
শরিফুল রাজছবি: ফেসুবক থেকে

তার স্ত্রী কোনো কারণ ছাড়াই আমার ওপর রাগান্বিত। পাঁচ বছর আগের যে ভিডিও আপনারা দেখছেন, সেখানে আমরা আরও তরুণ এবং বন্ধুদের মধ্যে মজা করছিলাম। কথা বলতে বলতে ক্লান্ত ছিলাম। কারণ, তখন “ন’ডরাই” সিনেমার জন্য প্রতিদিন টানা অনুশীলন করতে হতো। সেই সময় কিছু অশ্লীল শব্দ ব্যবহার করেছি। যেগুলো আমাদের সিনেমাতেও ছিল।’

সুনেরাহর কিছু ফ্রেমবন্দী ছবিও ভাইরাল হয়েছে। সেগুলো ‘ন’ডরাই’ সিনেমার দৃশ্যের ছবি ছিল বলে ফেসবুক পোস্ট জানিয়েছেন এই অভিনেত্রী। সিনেমার গল্পে তাঁর ওপর অত্যাচারের দৃশ্য ছিল।

সুনেরাহ বিনতে কামাল
সুনেরাহ বিনতে কামালইনস্টাগ্রাম থেকে

লিয়াকত চরিত্রের অভিনেতা সুনেরাহকে মারার পর তিনি ঠিকমতো উঠেও দাঁড়াতে পারছিলেন না। সেই ছবি তিনি রাজ ও পরিচালককে পাঠিয়েছিলেন। সেই ছবি নিয়ে নেটিজেনদের বিতর্ক তৈরি করতে নিষেধ করেন। সুনেরাহ লিখেছেন, যাঁরা এই ঘটনাগুলো অনলাইনে ছড়াচ্ছেন এবং আমাকে হয়রানি করছেন, তাঁদের সবার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নেব।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *