প্রেম ভেঙে গেলে আবার প্রেমে পড়ি…. অধরা খান
ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির গ্ল্যামারাস নায়িকা অধরা। ‘নায়ক’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা এ নায়িকার সিনেমার মুক্তির তালিকা খুব বেশি দীর্ঘ নয়। তবে যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো দিয়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘সুলতানপুর’ নামে একটি সিনেমা। সৈকত নাসির পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাবে ২ জুন।
সম্প্রতি এক সাক্ষাতকারে প্রেম নিয়ে প্রশ্ন করা হয় তাকে। আপনি কী সবসময় প্রেমের মধ্যে থাকেন নাকি বারবার প্রেমে পড়তে পছন্দ করেন- এমন প্রশ্নের জবাবে অধরা খান বলেন, সারাক্ষণ প্রেমেই তো থাকি। প্রেম জিনিসটা আমার কাছে অদ্ভুত সুন্দর ভালো লাগার অনুভূতি।
তিনি বলেন, প্রেম শব্দটা শুনলেই খুব ভালো লাগে। একটা মুগ্ধতা ছড়িয়ে আছে প্রেমের মধ্যে। প্রেম সুন্দর পবিত্র। যদি প্রেম ভেঙে যায় আবারো প্রেমে পড়ি। সেক্ষেত্রে আমি বলব, বারবার প্রেমেও পড়ি। গুছিয়ে বলতে গেলে, প্রেমের প্রেমে পড়ি।
বর্তমানে অপূর্ব রানা পরিচালিত ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন অধরা। এ সিনেমায় তার বিপরীতে আছেন আদর আজাদ।
এ সিনেমা প্রসঙ্গে অধরা খান বলেন, গল্পটি দারুণ। দুই ধারায় সিনেমার গল্প এগিয়ে যাবে। এক হচ্ছে লেখকের লেখালেখি ও জনপ্রিয়তার জীবন। আরেকটি হচ্ছে তার ব্যক্তি জীবন। আমি মূলত লেখকের ব্যক্তি জীবনের সঙ্গে জড়িয়ে থাকব এ সিনেমায়। আশা করছি দর্শকদের ভালো লাগবে।