Home বিনোদন অন্যের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচতে শিখুন………….অ্যানি খান
Mei ২৯, ২০২৩

অন্যের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচতে শিখুন………….অ্যানি খান

সাবেক অভিনেত্রী ও সফল উদ্যোক্তা অ্যানি খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, কে ছেড়ে গেল, কে অবহেলা করল, কে ইগনোর করলো, কে আপনার নামে বদনাম করল-এসব অ্যাভোয়েড করার জন্য শক্তিশালী হোন।  এসব ছোট ছোট জিনিস মানুষের ভেতর থেকে সমস্ত সুখ কেড়ে নেয় বলে মনে করেন অ্যানি খান।

অনুরাগীদের ‍উদ্দেশ্য করে সাবেক এই অভিনেত্রী আরও বলেন, অন্যের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচতে শিখুন, দেখবেন জীবনের অর্ধেক কষ্ট দূর হয়ে গেছে, ইনশাআল্লাহ।

২০২১ সালের জুনে অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী অ্যানি খান। ধর্ম-কর্মে মনোনিবেশ করার কথা বলে অভিনয় থেকে সরে যান।

এরপর থেকেই তাকে আর অভিনয়ে দেখা যায়নি। পোশাকেও এনেছেন পরিবর্তন। পরেন বোরকা ও হিজাব। এরপরই অ্যানি খান ব্যবসার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। অনলাইনেই তার ব্যবসার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা। পাশাপাশি তিনি ধর্ম-কর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ফলে এক সময়ের সফল এই অভিনেত্রী মাঝে-মধ্যেই খবরের শিরোনাম হন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *