Home খেলা পাকিস্তানের কোনো প্রস্তাবেই রাজি নয় ভারত
Mei ২৯, ২০২৩

পাকিস্তানের কোনো প্রস্তাবেই রাজি নয় ভারত

ধারণা করা হয়েছিল এশিয়া কাপ নিয়ে চলমান জটিলতা ২৭ মে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভায় কেটে যাবে। কিন্তু শনিবার বিসিসিআইয়ের সভা হলেও সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘হাইব্রিড প্রস্তাবে’ও রাজি নয় ভারত। বিসিসিআইয়ের মিটিং শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক বোর্ড সদস্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, পিসিবিকে শ্রীলংকা,বাংলাদেশ আর আফগানিস্তান জানিয়েছে পাকিস্তানে খেলতে তাদের কোনো আপত্তি নেই; কিন্তু ভারত এই হাইব্রিড মডেল সমর্থন করছে না। চূড়ান্ত সিদ্ধান্ত হবে এসিসির নির্বাহী বোর্ডের সভায়। এ সভা আহ্বান করবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

সীমান্ত নিয়ে সমস্যা থাকার কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না ভারত। ভারতের এমন সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ভারত এশিয়া কাপ খেলতে না এলে অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না পাকিস্তান।

এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান একটি ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব দিয়েছিল।

সেই প্রস্তাবে বলা হয়, ভারত ছাড়া এশিয়া কাপের বাকি দেশগুলোর খেলা হবে পাকিস্তানের মাঠে আর ভারতের খেলাগুলো হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। পিসিবির এমন হাইব্রিড মডেলেও রাজি নয় ভারত।

যে কারণে এশিয়া কাপের ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়। সেই জটিলতা এসিসির আসন্ন মিটিংয়ে হয়তো কেটে যেতে পারে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *