Home বিনোদন সানি লিওন লাখ লাখ মানুষের অনুপ্রেরণা… ড্যানিয়েল
Mei ২৯, ২০২৩

সানি লিওন লাখ লাখ মানুষের অনুপ্রেরণা… ড্যানিয়েল

বলিউডের ‘বেবি ডল’ খ্যাত অভিনেত্রী সানি লিওন অভিনীত সিনেমা ‘কেনেডি’ এবার কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। উৎসবে অংশ নিয়ে রেড কার্পেটেও হেঁটেছেন তিনি। সানি আগে ছিলেন পর্নো তারকা। এরপর চলে আসেন বলিউডে। প্রথমবারের মতো কানে হাঁটায় তার স্বামী ড্যানিয়েল ওয়েবার আবেগঘন পোস্টে লিখেছেন- সানি লিওন লাখ লাখ মানুষের অনুপ্রেরণা। খবর জিও নিউজ ও হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের ছবি ‘কেনেডির’ হাত ধরে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পৌঁছান সানি লিওন। কানে দেখানো হয়েছে তার অভিনীত ‘কেনেডি’।  রেড কার্পেটে হাঁটার সময় সানির পাশেই ছিলেন ড্যানিয়েল ওয়েবার। সেখানেই সানির ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গিয়েছিল তাকে।

সানি স্বামী ড্যানিয়েলকে ট্যাগ করে লিখেছেন- ‘ঈশ্বর তোমাকে আমার জীবনে পাঠিয়েছেন আমার সব থেকে খারাপ সময়ে। সেই মুহূর্তে তুমি প্রকৃত অর্থে আমার জীবন বাঁচিয়ে ছিলে। সেই তখন থেকে আমার পাশে ১৫ বছর ধরে। তোমাকে ছাড়া কানের এ মুহূর্তটি কখনই ঘটত না। আমাকে এগিয়ে নিয়ে যেতে এবং আমার স্বপ্ন অনুসরণ করতে সাহায্য করার জন্য তোমার ক্রমাগত লড়াই ছিল সত্যিই নিঃস্বার্থ। আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে ধন্যবাদ!’

সানির পোস্টের উত্তর দিতে ভোলেননি ড্যানিয়েল। তিনি লিখেছেন- ‘তুমি ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের আলো। কোনো উপযুক্ত শব্দ পাচ্ছি না! আমি আজ রাতে চোখের সামনে ইতিহাস তৈরি হতে দেখলাম! সবারই একটি যাত্রাপথ থাকে কিন্তু সবাই স্বপ্ন ছুঁতে পারে না! তুমি লাখ লাখ মানুষের অনুপ্রেরণা এবং আমার কাছেও অনুপ্রেরণা! তোমায় সানি লিওন হওয়ার জন্য ধন্যবাদ!’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *