Home বিশ্ব ইরান-আফগান সীমান্তে দুই সীমান্ত রক্ষীসহ নিহত ৩
Mei ২৮, ২০২৩

ইরান-আফগান সীমান্তে দুই সীমান্ত রক্ষীসহ নিহত ৩

ইরান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত একটি সীমান্ত চৌকির কাছে শনিবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইরানের দুই সীমান্তরক্ষী এবং একজন সশস্ত্র তালেবান সদস্য নিহত হয়েছেন। দুই দেশের পানি নিয়ে বিরোধের মধ্যেই সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা সম্প্রতি তীব্র আকারে পৌঁছেছে। খবর আলজাজিরার।

এ ঘটনায় আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকোর এক বিবৃতিতে দাবি করেছেন, ‘শনিবার নিমরোজ প্রদেশে আফগানিস্তানের দিকে গুলি ছুড়েছে ইরানি সীমান্ত বাহিনী। আত্মরক্ষার্থে পাল্টা পদক্ষেপ নেয় আফগান নিরাপত্তা বাহিনীও।

তিনি আরও বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। ইসলামিক আমিরাত (আফগানিস্তান) প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। হামলায় উভয়পক্ষের একজন করে নিহত এবং বেশ কয়েকজন আহত হন।’

তবে ইরানের সরকারি বার্তা সংস্থা (আইআরএনএ) পরে জানিয়েছে, ইরানের দুই সীমান্তরক্ষী প্রাণ হারিয়েছেন। তাদের দুই বেসামরিক নাগরিকও আহত হয়েছেন।

অন্যদিকে তেহরান টাইমসের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সংঘর্ষে ইরানের তিন নিরাপত্তারক্ষীর প্রাণ গেছে।

সীমান্ত নতুন করে পাল্টিপাল্টি হামলায় তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের শাসনক্ষমতা দখলের পর ইরান সীমান্তে বেশ কয়েকবার সংঘাত হয়েছে। কাবুলের তালেবান সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি ইরান।

আফগানিস্তানের তালেবান শাসকরা হেলমান্দ নদীর পানির প্রবাহ সীমিত করে ১৯৭৩ সালের পানি চুক্তি লঙ্ঘন করছে অভিযোগ করেছে ইরান। পানি চুক্তি লঙ্ঘন না করতে চলতি মাসে তালেবান সরকারকে সতর্ক করে দেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। কিন্তু এমন অভিযোগ অস্বীকার করেছে তালবান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *