Home বিশ্ব আজারবাইজান-আর্মেনিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পুতিনের বৈঠক
Mei ২৬, ২০২৩

আজারবাইজান-আর্মেনিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পুতিনের বৈঠক

আজারবাইজান ও আর্মেনিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বিবদমান দুই পক্ষকে নিয়ে ক্রেমলিনে ত্রিপক্ষীয় বৈঠকে বসেন তিনি। খবর রয়টার্সের। এদিন নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই দেশের মতবিরোধের বিষয়গুলো তুলে ধরেন দুই নেতা। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের অভিযোগ, লাচিন করিডর অবরুদ্ধ করে রেখেছে আজারবাইজান।

এ দাবি অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। বেশ কিছু সময় ধরে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয় তাদের মধ্যে। পরে প্রেসিডেন্ট পুতিনের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। এদিন নিজেদের তথা গোটা অঞ্চলের স্বার্থ বিবেচনায় ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সব বিষয়ে আমরা সম্মত হলে আলোচনার সুযোগ উন্মোচিত হবে। তিন পক্ষের স্বার্থ বিবেচনায় শান্তিপূর্ণভাবে হবে আলোচনা। প্রত্যাশা, এর মাধ্যমে এমন কিছু চুক্তিতে পৌঁছাতে সক্ষম হব, যার মাধ্যমে কেবল আর্মেনিয়া ও আজারবাইজান না, গোটা অঞ্চলের গঠনমূলক উন্নয়নের পথ সুগম হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *