মেকআপ ছাড়া ছবি শেয়ার দীপিকার
কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি শাহরুখকে ত্বক পরিচর্চার বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন। দীপিকা জানান, দিনের শুরুতে তিনি ক্লিনজার ব্যবহার করেন। এরপর মুখে টোনার লাগান। তারপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেন ত্বকে আর সবশেষে সানস্ক্রিন। তার রূপ এবং তিনি কী কী প্রসাধনী ব্যবহার করেন তা ভক্ত-অনুরাগীদের কাছে কৌতূহলের বিষয়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি সেলফি শেয়ার করেন তিনি।
ছবিটিতে নো-মেকআপ লুকে দেখা গেছে তাকে। সাদামাটা এ ছবিটি মুহূর্তের মধ্যে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে। নো-মেকআপ লুকে তাকে বেশি সুন্দর লাগছে বলে মনে করেন ভক্তরা।
সর্বশেষ ‘পাঠান’ সিনেমায় দেখা যায় তাকে। বলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি।
বর্তমানে ‘ফাইটার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন দীপিকা। যেখানে তার সহ-অভিনেতা হিসেবে হৃতিক রোশন এবং আনিল কাপুরকে দেখা যাবে। এছাড়াও নাগ অশ্বিনের সিনেমা ‘প্রজেক্ট কে’তে প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে তাকে।