পূবালী ব্যাংকে নিয়োগ, আছে বয়সে ছাড়
অনলাইন ডেস্ক,
পূবালী ব্যাংক লিমিটেড লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি প্রবেশনারি সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার ও প্রবেশনারি জুনিয়র অফিসার পদে নিয়োগ দেবে। এ ৩ পদে মোট ৬৬০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি।
https://www.pubalibangla.com/pdf/Probationary_Senior_Officer_Probationary_Officer_Probationary_Junior_Officer.pdf
বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যে–কেউ আবেদন করতে পারবেন। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।