সেন্সর বোর্ডে আটকে আছে নিপুণ অভিনীত ‘মনোলোক’
গত ৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল ‘মনোলোক’ নামে একটি সিনেমা; কিন্তু দীর্ঘ চার মাস পেরিয়ে গেলেও অদ্যাবধি এটি সেন্সরে প্রদর্শন তালিকায় স্থান পায়নি।
বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তিদের অচেতন মনে লুকিয়ে থাকা রাজনৈতিক প্রবাহ এবং স্বাধীনতার পক্ষ-বিপক্ষ নির্ধারণে সংঘটিত রাজনৈতিক ঘটনা প্রবাহের কাল্পনিক বিশ্লেষণ নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে- এমনটাই জানিয়েছেন নির্মাতা শহীদ রায়হান।
তিনি বলেন, ‘চার মাস আগে জমা দিলেও সেন্সর বোর্ডে সিনেমাটি ছাড়পত্রের জন্য প্রদর্শিত হয়নি। সেন্সর বোর্ডে এটি প্রিভিউ না করে চলতি বছরের ১৭ এপ্রিল বোর্ড এক পত্রের মাধ্যমে সিনেমায় রাজনৈতিক চরিত্রগুলোর সংলাপে ব্যবহৃত তথ্য-সমূহের বিধিসম্মত দালিলিক প্রমাণ উপস্থাপনের নির্দেশ দেয়। আমরা গত ২৫ এপ্রিল বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত আর্টিকেল, গবেষণা রিপোর্টের প্রকাশিত কপিসহ ৭৪টি প্রকাশিত ও প্রচারিত আর্টিকেলের প্রিন্টেড কপি বাংলাদেশ সেন্সর বোর্ডের ভাইস প্রেসিডেন্ট বরাবর উপস্থাপন করেন। সেটারও কোনো উত্তর এখনো পাইনি।’