Home অপরাধ ঘুষের টাকা ফেরত চাওয়ায় থাপ্পড়
Mei ২৪, ২০২৩

ঘুষের টাকা ফেরত চাওয়ায় থাপ্পড়

অনলাইন ডেস্ক,

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের কাছে ঘুষের টাকা ফেরত চাওয়ায় দুই নারীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

ভুক্তভোগী জান্নাত বেগম বলেন, ‘ঋণ দেবেন বলে সমাজসেবা কর্মকর্তা পাঁচ হাজার টাকা নিয়েছেন।’

অভিযুক্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের বক্তব্যের জন্য তাঁর মোবাইলে একাধিবার কল করলেও তিনি ফোন ধরেননি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *