Home জেলা রাজনীতি প্রধানমন্ত্রীকে হুমকির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আরও একটি মামলা
Mei ২৪, ২০২৩

প্রধানমন্ত্রীকে হুমকির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আরও একটি মামলা

অনলাইন ডেস্ক,

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে শেরপুরে আরও একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে শেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হাসান বাদী হয়ে শেরপুরের সিআর আমলি আদালতে মামলাটি করেন।

মামলায় বিএনপি নেতা আবু সাইদকে প্রধানসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(খ)/১২৪(ক)/৫০০/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম খান মামলাটি আমলে নিয়ে এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।

মামলার বাদী আনোয়ারুল হাসানের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি চন্দন কুমার পাল আজ বুধবার দুপুরে প্রথম আলোর কাছে এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় আবু সাইদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন বাদী হয়ে আদালতে একটি মামলা করেন।

আনোয়ারুল হাসানের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ মে আবু সাইদ রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্য দেন, যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতির জন্য মর্যাদাহানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় মামলার বাদী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলা করার পর আদালত প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিএনপি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে দুঃসাহস প্রকাশ করেছেন। বিএনপির নেতা আবু সাইদকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তাঁকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান আওয়ামী লীগের এই নেতা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *