Home জেলা রাজনীতি এক দফা আন্দোলনের প্রস্তুতি বিএনপিতে
Mei ২৪, ২০২৩

এক দফা আন্দোলনের প্রস্তুতি বিএনপিতে

অনলাইন ডেস্ক,

প্রায় এক বছর ধরে সরকারবিরোধী নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি। দলটির নেতারা বলছেন, সরকার হটানোর এক দফা আন্দোলনের ঘোষণা শিগগিরই আসছে। চলমান কর্মসূচিগুলো তারই প্রস্তুতি পর্ব। তবে এই আন্দোলনে শরিক অন্য দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত কোনো লিখিত চুক্তি বা যৌথ ঘোষণা দিতে পারেনি বিএনপি।

গত পাঁচ মাসে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের (এখন ছয়টি দল ও সংগঠনের জোট) নেতারা একাধিকবার বৈঠক করেও সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের ‘যৌথ ঘোষণাপত্র’ চূড়ান্ত করতে পারেননি। এটাকে বিএনপির নেতৃত্বের ব্যর্থতা হিসেবেই দেখছেন যুগপৎ আন্দোলনে যুক্ত গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা মনে করছেন, যৌথ ঘোষণায় যত বিলম্ব হবে, আন্দোলনের তত ক্ষতি হবে।

গণতন্ত্র মঞ্চের সঙ্গে আন্দোলন সমন্বয়ের জন্য গঠিত বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা নানামুখী কর্মসূচিতে আছি। ওনারাও (গণতন্ত্র মঞ্চ) আন্দোলনে আছেন। পরিস্থিতির বাধ্যবাধকতার কারণেই কিছুটা সময় যাচ্ছে। এটা (ঘোষণাপত্র) নিয়ে কাজ হচ্ছে। আশা করি, খুব তাড়াতাড়ি একটা সমঝোতার ভিত্তিতে এটা প্রকাশ্যে আসবে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *