Home দুর্ণীতি আরও এক বছর বাড়লো র‌্যাব ডিজির মেয়াদ
Mei ২৪, ২০২৩

আরও এক বছর বাড়লো র‌্যাব ডিজির মেয়াদ

অনলাইন ডেস্ক,

আরও এক বছরের জন্য র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) পদে এম খুরশীদ হোসেনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ৫ জুন থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে থাকবেন এম খুরশীদ হোসেন।

চাকরির স্বাভাবিক মেয়াদ অনুযায়ী আগামী ৪ জুন এম খুরশীদ হোসেনের অবসরে যাওয়ার কথা ছিল।  রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘র‌্যাবের মহাপরিচালক হিসেবে কর্মরত বিসিএস ক্যাডারের (পুলিশ) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী তার অবসরোত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে চলতি বছরের ৫ জুন থেকে পরবর্তী এক বছর মেয়াদে সবেতনে র‌্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

উল্লেখ্য, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর এম খুরশীদ হোসেন র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *