Home জেলা রাজনীতি শেখ হাসিনাকে হুমকির অভিযোগে মির্জা ফখরুল-সহ ২ জনের বিরুদ্ধে মামলা
Mei ২৪, ২০২৩

শেখ হাসিনাকে হুমকির অভিযোগে মির্জা ফখরুল-সহ ২ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক,

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেয়ার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে, নাটোর থানায় এই মামলা দায়ের করেন। আবু সাঈদ চাঁদকে এ মামলার প্রধান অভিযুক্ত এবং বিএনপি মহাসচিবকে হুকুম প্রদানকারী অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ মামলা গ্রহণ করেছেন।

মামলার বাদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রধান অভিযুক্ত ব্যক্তির ‘হুমকিমূলক বক্তব্য’ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। মামলার এজাহারে বলা হয়, এ ধরনের মন্তব্য দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে, বিএনপির জনসভায় বক্তব্য দিয়েছিলেন দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ।

তার বক্তব্যের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই মামলা দায়ের করা হলো।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *