Home জেলা রাজনীতি আওয়ামী লীগকে আর খেলতে দেয়া হবে না : আলাল
Mei ২৩, ২০২৩

আওয়ামী লীগকে আর খেলতে দেয়া হবে না : আলাল

 

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ নেতারা কথায় কথায় ‘খেলা হবে’ বলে হুঙ্কার দেয়, তারা লুডু খেলার তিন ছক্কার মতো পোক্কা হয়ে গেছে। তাদেরকে আর খেলতে দেয়া হবে না। জনগণকে সাথে নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করা হবে।

শনিবার সকালে জামালপুর কলেজ রোডে বিএনপি কার্যালয় সংলগ্ন সড়কে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন আলাল।

জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন এর সঞ্চালনায় জনসমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ সময় বক্তব্য রাখেন বিএনপির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, ব্যারিস্টার শোভন, শহীদুল হক খান দুলাল, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক প্রমুখ।

বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির কথা উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন আলাল  বলেন, তারা বিএনপির পিছে পিছে লাইন দিচ্ছে। এবার লাইন কেটে দিতে হবে। শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করছে।

ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, শান্তি সমাবেশের কর্মসূচি দিয়ে আবার নিজেই সন্ত্রাসী ভাষায় বিএনপির হাত ভেঙে-পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন।

জামালপুরে জনসমাবেশকে বানচাল করতে পুলিশসহ রাষ্ট্রীয় প্রশাসনকে অপব্যবহার করছে উল্লেখ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ৫২ নেতাকর্মী গ্রেফতার করেও জনসমাবেশ বানচাল দূরের কথা, সমাবেশে জনস্রোত ঠেকাতে পারে নাই। এতে আওয়ামী লীগের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।

তিনি প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তাদের সতর্ক করে বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। সরকারের শেষ বেলায় যারা সরকারের অন্যায় হুকুম বাস্তবায়ন করতে দমন নিপীড়ন চালাবে, তাদেরকেও আওয়ামী লীগের ভাগ্য বরণ করতে হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *