Home বিনোদন হোটেল ব্যবসায় বিনিয়োগ করছেন ‘ভাইজান’
Mei ২২, ২০২৩

হোটেল ব্যবসায় বিনিয়োগ করছেন ‘ভাইজান’

এবার হোটেল ব্যবসায় বিনিয়োগ করছেন বলিউডের সুপারস্টার সালমান খান। মুম্বাইয়ে ১৯তলা হোটেল বানাচ্ছেন ভাইজান ছবির মাধ্যমে বিখ্যাত সালমান। মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডের অভিজাত লোকেশনে ১৯তলার একটি বিলাসবহুল হোটেল বানাচ্ছেন সালমান খান। অত্যাধুনিক এই হোটেলে থাকবে বিলাসবহুল সুবিধাসমূহ। প্রথম ও দ্বিতীয় তলায় থাকবে ক্যাফে এবং রেস্তোরাঁ, তৃতীয় তলায় থাকবে জিম এবং সুইমিং পুল। চতুর্থ তলায় ব্যবহৃত হবে সার্ভিস ফ্লোর হিসাবে। পঞ্চম এবং ষষ্ঠ ফ্লোরে থাকবে কনভেনশন সেন্টার। সপ্তম থেকে উনিশ তলা পর্যন্ত থাকবে হোটেল রুম।

 

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *