Home অপরাধ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Mei ২২, ২০২৩

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক,

রংপুরে র‌্যাব ৪৭০ পিস ইয়াবা এবং ১ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। সোমবার দুপুরে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, সোমবার ভোরে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ -পীরগাছা সড়কে চেকপোস্টে ১টি ইজিবাইক সন্দেহের ভিত্তিতে তল্লাশি করে ৪৭০ পিস ইয়াবা এবং ১ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল পীরগাছা উপজেলার  আব্দুল মান্নানের পুত্র মিজানুর রহমান (৩৮) এবং একই উপজেলার মৃত হোসেন আলীর পুত্র মোক্তার হোসেন (৩২)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন পরস্পর যোগসাজসে মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করে তাদের থানায় হস্তান্তর করেছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *