Home জেলা রাজনীতি পুলিশ মজনুকে আটকের কথা স্বীকার করছে না : রিজভী
Mei ২২, ২০২৩

পুলিশ মজনুকে আটকের কথা স্বীকার করছে না : রিজভী

অনলাইন ডেস্ক,

বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গতকাল রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে নিজ বাসভবন থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে। কিন্তু তাকে আটকের কথা এখনও পর্যন্ত স্বীকার বা তার কোনো হদিস দিচ্ছে না পুলিশ।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সবার সামনে থেকে মজনুকে তুলে নিয়ে গেছে। তাকে ডিবি কার্যালয়েই রাখা হয়েছে, কিন্তু তারা এখনও স্বীকার করছে না। এই ঘটনায় মজনুর পরিবার ও বিএনপি নেতাকর্মীরা শঙ্কিত।

রফিকুল আলম মজনুকে গ্রেফতার-হয়রানি না করতে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে বলেও দাবি করেন রিজভী। তিনি বলেন, এই নির্দেশনাও রয়েছে যেন সুনির্দিষ্ট মামলা ছাড়া পেন্ডিং মামলাতেও তাকে গ্রেফতার দেখানো না হয়।

দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার জন্য আওয়ামী অবৈধ সরকার নানা প্রকার চক্রান্তে মেতে উঠেছে মন্তব্য করে রিজভী বলেন, রফিকুল আলম মজনুকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *