Home বিনোদন দীপিকার এক উত্তরে চুপ কঙ্গনা
Mei ২২, ২০২৩

দীপিকার এক উত্তরে চুপ কঙ্গনা

কঙ্গনা রানাউত ও দীপিকা পাড়ুকোন দুজনেই বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। যদিও তাদের ক্যারিয়ার শুরু যাত্রাপথ- সবটাই একেবারে আলাদা।

বহু বছর আগে একবার প্রকাশ্যে বিবাদে জড়ান কঙ্গনা-দীপিকা! তবে সময়ের সঙ্গে বদলেছে তাদের সম্পর্কের সমীকরণ। কখনো একে অপরের প্রশংসা করেছেন। আবার পরিস্থিতি বদলে যাওয়ায় তির্যক মন্তব্য করতেও ছাড়েননি।
এমনিতেই কারও কাছে হার মানার পাত্রী নন কঙ্গনা। তবে দীপিকার কথার পালটা জবাব সেদিন দিতে পারেননি বলিউড কুইন।

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে দুই অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়, টাকার জন্য কখনও ছবি করেছেন তারা? একবাক্যে উত্তর দেন দীপিকা। মুহূর্তের মধ্যে বলেন, না কখনও তেমনটা করিনি। উল্টো দিকে কঙ্গনা স্বীকার করে নেন যে তিনি স্রেফ টাকার জন্য বেশ কিছু ছবি করেছেন।

কঙ্গনা বলেন, ভালো খারাপ দুই ধরনের ছবিই করেছি। আসলে আমার তখন যা পরিস্থিতি সেই সময় দুটোই পথ হয়। বিয়েবাড়ির অনুষ্ঠানে নাচা না হয় অপেক্ষাকৃত খারাপ ছবি করা। আমি দ্বিতীয়টা বেছেছি। আসলে ভিড়ে আমার দম বন্ধ লাগে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *