Home ধর্মীয় সংবাদ জায়নামাজে বিড়াল শুয়ে-বসে থাকলে নামাজের কোনো ক্ষতি হবে কি?
Mei ২২, ২০২৩

জায়নামাজে বিড়াল শুয়ে-বসে থাকলে নামাজের কোনো ক্ষতি হবে কি?

ফাতেমা জুহরা উর্মি  আগ্রাবাদ, চট্টগ্রাম

প্রশ্ন : আমি একটি বিড়াল লালান-পালন করি। আমি নামাজে দাঁড়ালে প্রায়ই বিড়ালটি জায়নামাজের ওপর দিয়ে হাঁটাচলা করে। কখনো শুয়ে-বসে থাকে। এতে কি আমার নামাজের কোনো ক্ষতি হবে?

উত্তর : রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামের জীবনাচার থেকে যতটুক জানা যায় তাতে বোঝা যায় বিড়াল পবিত্র প্রাণী। তাই বিড়াল জায়নামাজের ওপর হাঁটাহাঁটি করলে বা শুয়ে-বসে থাকলে নামাজের কোনো ক্ষতি হবে না।

তবে সতর্ক থাকতে হবে বিড়াল অনেক সময় নাপাক বস্তুর ওপর দিয়ে চলাফেরা করে। ফলে তার পায়ে নাপাক কোনো কিছু লেগে থাকতে পারে। পায়ে নাপাক বস্তু নিয়ে জায়নামাজে চলাফেরা করলে তাতে নাপাকি লেগে তা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া নামাজের সামনে দিয়ে বিড়াল চলাফেরা করলে সালাতে মনোযোগ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সম্ভব হলে বিড়ালকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে নামাজ আদায় করা উচিত।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *