Home অপরাধ ওয়ারীতে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
Mei ২২, ২০২৩

ওয়ারীতে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক,

রাজধানীর ওয়ারী এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ রাকিব।

ওয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে জানান, রবিবার (২১ মে ২০২৩ খ্রি.) থানার এসআই মোঃ মনিবুর রহমান সুজন ডিউটিকালীন তথ্য পান কাপ্তান বাজার এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রি করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সন্ধ্যা ৭:৩০টায় নিপ্পন ইলেকট্রিক দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ রাকিবকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

 

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *