Home বিনোদন দীর্ঘদিন আড়ালে থাকার কারণ জানালেন বালাম
Mei ১৮, ২০২৩

দীর্ঘদিন আড়ালে থাকার কারণ জানালেন বালাম

এক সময়ের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম অনেক দিন ধরেই আলোচনায় নেই। গায়কীর কারণেই শ্রোতা-দর্শকদের মন জয় করেছিলেন এ শিল্পী। গত বছর থেকে আবারও নিয়মিত কাজ শুরু করেছেন তিনি। প্রকাশ করছেন নতুন গান। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি   * দীর্ঘদিন পর নতুন গান প্রকাশ করেছেন। কেমন সাড়া পাচ্ছেন?

** খুব ভালোই। ‘চুপচাপ চারদিক’ শিরোনামের এ গানটি প্রকাশ করেছি অনেক দিন পর। এটি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। এতে শ্রোতা-দর্শকদের ভালোই আগ্রহ দেখছি। আর এখন তো অনলাইনে ধীরে ধীরে শ্রোতা-দর্শক বাড়ে। আমার বিশ্বাস দিন যত গড়াবে এ গানের প্রতি দর্শক আগ্রহ তত বাড়বে।

* আপনার সমসাময়িক সবাই তো নিয়মিত গান করছেন। আপনি কেন থেমে আছেন?

** আসলে আমি থেমে নেই। আমার চল্লিশটির মতো গান তৈরি করা আছে। ধারাবাহিকভাবে এখন থেকে প্রকাশ করব। কিছু গান লিরিক্স ভিডিও কিংবা মৌলিক ভিডিও আকারে প্রকাশ করব। আমি জানি আমার গানের জন্য শ্রোতা ভক্তদের অভিমান আছে যে, কেন নিয়মিত গান প্রকাশ করছি না। এখন থেকে আমার প্রাণপ্রিয় ভক্তরা নিয়মিত গান পাবেন।

* নতুন গান কবে আসবে?

** ঈদুল ফিতর উপলক্ষ্যে শ্রোতা-দর্শকদের জন্য কিছু চমক নিয়ে আসব। সে জন্য কাজ করছি। বলা চলে ঈদ ধামাকা নিয়ে আসছি।

* দীর্ঘদিন গান থেকে আড়ালে থাকার কারণ কী ছিল?

** আসলে বিশেষ কোনো কারণ নেই। ২০১০ সালে আমার স্ত্রী অসুস্থ হয়। তাকে নিয়ে দেশের বাইরে যেতে হতো নিয়মিত। মূলত পরিবার নিয়ে ব্যস্ত থাকার কারণে গান প্রকাশ থেকে একটু দূরে সরে যাই। আর এ দূরে থাকাটা দীর্ঘায়িত হয়ে যায়। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমি তো চর্চা চালিয়ে গিয়েছি। আমার চর্চা ও সংগীত সাধনার ফল দর্শক-শ্রোতারা পাবেন এখন থেকে।

* এমনিতে কোনো অভিমান ছিল?

** তেমন কোনো বিষয় কাজ করেনি। তবে নিজের ভেতর কিছু একটা কাজ করত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন সক্রিয় ছিলাম না। এখন নতুন পুরোনো সবাই সামাজিক মাধ্যমে সক্রিয়। আমি নিজকে ধীরে ধীরে তৈরি করতে শুরু করলাম। এটি সত্যি যে, আমি গান করব না অথবা গানের প্রতি আমার অভিমান আছে এটি কখনো মাথায় আসেনি। যতদিন বেঁচে আছি গান করেই যাব।

* স্টেজ শোও তো খুব কম করছেন?

** ওই যে বললাম কারণ একটাই। তবে এখন সব কিছু নতুন করে শুরু করব। নতুন গান, স্টেজ শো সব কিছুতে আবারও মনোযোগী হব। দেখা যাক কী হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *