পাকিস্তানের প্রস্তাব নাকোচ করে দিল ভারত
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি সম্প্রতি অ্যাশেজ সিরিজের মতো ভারত-পাকিস্তানের মধ্যেও ভবিষ্যতে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। নাজাম শেঠির সেই প্রস্তাবকে সরাসরি নাকোচ করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।
সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাতকারে নাজাম শেঠি বলেন, আমি মনে করি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলা যেতে পারে। সবচেয়ে ভালো হয় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো অ্যাশেজ সিরিজ আয়োজন করা। আমার বিশ্বাস ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ হলেও অ্যাশেজের মতো প্রতিদ্বন্দ্বিতা হবে। স্টেডিয়াম দর্শকে টইটুম্বর থাকবে।
পিসিবি চেয়ারম্যানের এমন প্রস্তাব নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ভবিষ্যত বা আসন্ন দিনগুলোতে এ ধরনের সিরিজ আয়োজনের কোনো পরিকল্পনা নেই। আমরা পাকিস্তানের সাথে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রস্তুত নই।
পাকিস্তান-ভারত ম্যাচের ব্যাপক জনপ্রিয়তা সত্ত্বেও দুই দেশের মধ্যে রাজনৈতিক সমস্যার কারণে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা নেই।