পাইকগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, আহত ২০
খুলনার পাইকগাছায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাদামতলা নামক স্থানে উল্টে একটি পুকুরে পড়েছে।খুলনা থেকে যাত্রী নিয়ে পাইকগাছায় যাওয়ার পথে শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এসময় পাশের লোকজনেরা যাত্রীদের গাড়ীর ভেতর থেকে যাত্রীদের বের করে। অনেকেই গ্লাস ভেঙ্গে নিজেরা বেরিয়ে আসে। এ শটনায় কেউ প্রাণ না হারালেও ২০ জন আহত হয়েছেন।