Home বিনোদন কেউ কখনো আমাকে নিয়ে বাজে রিউমার পায়নি
Mei ১৬, ২০২৩

কেউ কখনো আমাকে নিয়ে বাজে রিউমার পায়নি

এর জবাবে বুবলী বলেন, ‘আমি অনেক বছর ফিল্মে কাজ করি, তার আগে নিউজ প্রেজেন্টার ছিলাম। কেউ কখনো আমাকে নিয়ে বাজে রিউমার পায়নি। কোথাও কোনো আড্ডাতেও আমাকে দেখে না। কারণ আমি ওভাবেই আমার জীবন ধারণ করি। তাছাড়া সবাই এটা খুব ভালোভাবেই জানেন। না হলে আপনারা এত বছর তো আমাকে দেখছেন, জানেন, কখনো তো এমন কিছু পাননি বা লিখলেন না কারণ আমার বেসিকটা কখনোই উগ্র ধরনের জীবনযাপনের নয়। ’

বুবলীর বিরুদ্ধে ইমোশনালি ব্ল্যাকমেল করারও অভিযোগ করেছিলেন শাকিব খান।

এর জবাবে বুবলী বলেন, ‘তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে এটা তার খুব পছন্দের শব্দ মনে হয়। তার জীবনের অনেক ক্ষেত্রে তিনি এটা খুব ব্যবহার করেন যেটা দিয়ে উনি কী বোঝান সেটা উনি নিজেই হয়তো জানেন। নাহলে তার মতো ম্যাচিউর একজন মানুষকে কীভাবে কেউ ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে!’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *