Home শিক্ষা-ক্যাম্পাস মোখায় স্থগিত এসএসসি পরীক্ষাগুলো কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী
Mei ১৬, ২০২৩

মোখায় স্থগিত এসএসসি পরীক্ষাগুলো কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী

চলতি মাধ্যমিক ও সমমানের পরীক্ষার মধ্যেই ঘূর্ণিঝড় মোখা আঘাত হেনেছে। এ কারণে একাধিক পরীক্ষা পিছিয়েছে। পেছানো পরীক্ষাগুলো কবে হবে সেটি নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা।

ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো কবে হবে সে বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে।

সোমবার ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ বিষয়ে বলেন, ২৩ মের পর নেওয়া হবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সব বোর্ডের সঙ্গে সমন্বয় করে সুনির্দিষ্ট সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হলে আমরা বিজ্ঞপ্তি দিয়ে তারিখ জানিয়ে দেব। মোখার ধকল কেটে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে সব বোর্ডে এসএসসি পরীক্ষা সূচি অনুযায়ীই চলবে।

ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে এগিয়ে আসায় এবং রোববার উপকূলে আঘাত হানার পূর্বাভাস থাকায় শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচ বোর্ডের রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়।

তখন তালিকায় ছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

রোববার বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান, মানবিক বিভাগের পরীক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

এরপর শনিবার এক ঘোষণায় যশোর বোর্ডের রোববারের পরীক্ষাও স্থগিত করা হয়। সেই সঙ্গে সোমবার ছয় বোর্ডের পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়।

এরপর রোববার এসে জানানো হয়, সোমবার কোনো বোর্ডেই এসএসসি পরীক্ষা হবে না।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *