Home রাজনীতি পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক হয়নি: মির্জা ফখরুল
অক্টোবর ১২, ২০২৩

পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক হয়নি: মির্জা ফখরুল

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আজ বৃহস্পতিবার কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিকেলে প্রথম আলোকে মির্জা ফখরুল বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমার বৈঠক হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। কিন্তু এ খবর সঠিক নয়। আজ তাঁর সঙ্গে আমার কোনো বৈঠক হয়নি।’

এর আগে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠকের কথা জানিয়েছিল।

বর্তমানে মার্কিন প্রাক্‌–নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা সফর করছে। গত শনিবার এই দল ঢাকায় এসেছে।

যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদল ঢাকা সফরের সময়ে এরই মধ্যে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছে। গত সোমবার মার্কিন দলের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মির্জা ফখরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *