Home বিনোদন লুঙ্গি–শার্ট পরা অপু বিশ্বাসের ছবিটি কে তুলেছিলেন?
অক্টোবর ১১, ২০২৩

লুঙ্গি–শার্ট পরা অপু বিশ্বাসের ছবিটি কে তুলেছিলেন?

বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপু
বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপুফেসবুক থেকে

বগুড়ার সদর উপজেলার সাতমাথা এলাকার কাকনারপাড়ায় জন্মগ্রহণ করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী
বগুড়ার সদর উপজেলার সাতমাথা এলাকার কাকনারপাড়ায় জন্মগ্রহণ করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীফেসবুক থেকে

অপু বিশ্বাসের শৈশব ও কৈশোর কেটেছে বগুড়ায়। শিক্ষাজীবনের শুরু সেখানকার এসওএস হারম্যান মেইনার স্কুলে। তারপর আলোর মেলা কেজি স্কুল থেকে প্রাইমারি ও ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসির পাঠ চোকান। সরকারি মুজিবুর রহমান কলেজে এইচএসসি ভর্তি হন
অপু বিশ্বাসের শৈশব ও কৈশোর কেটেছে বগুড়ায়। শিক্ষাজীবনের শুরু সেখানকার এসওএস হারম্যান মেইনার স্কুলে। তারপর আলোর মেলা কেজি স্কুল থেকে প্রাইমারি ও ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসির পাঠ চোকান। সরকারি মুজিবুর রহমান কলেজে এইচএসসি ভর্তি হনছবি: অপু বিশ্বাসের ফেসবুক পেজ থেকে

পরিবারের সবার কাছে তিনি অপু বিশ্বাস মেঘা নামে পরিচিত। তবে ঢাকাই চলচ্চিত্রে শুধুই অপু বিশ্বাস
পরিবারের সবার কাছে তিনি অপু বিশ্বাস মেঘা নামে পরিচিত। তবে ঢাকাই চলচ্চিত্রে শুধুই অপু বিশ্বাসফেসবুক থেকে

১৯৮৩ সালের ১১ অক্টোবর অপু বিশ্বাসের জন্ম। মায়ের উত্সাহেই মূলত নাচ শিখতে শুরু করেন অপু। হাতেখড়ি বগুড়ার বুলবুল ললিতকলা একাডেমিতে। তারপর শিল্পকলা একাডেমি, আমরা কজনা এবং সবশেষে ঢাকার নৃত্যাঞ্চল
১৯৮৩ সালের ১১ অক্টোবর অপু বিশ্বাসের জন্ম। মায়ের উত্সাহেই মূলত নাচ শিখতে শুরু করেন অপু। হাতেখড়ি বগুড়ার বুলবুল ললিতকলা একাডেমিতে। তারপর শিল্পকলা একাডেমি, আমরা কজনা এবং সবশেষে ঢাকার নৃত্যাঞ্চলছবি : অপু বিশ্বাসের সৌজন্যে

নবম শ্রেণিতে পড়ার সময় নৃত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে দশম স্থান অর্জন করেন তিনি
নবম শ্রেণিতে পড়ার সময় নৃত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে দশম স্থান অর্জন করেন তিনিপরিচালকের সৌজন্যে

অপু বিশ্বাস জানিয়েছেন, ছবিটি ২০০১ সালে তোলা। সেদিন তাঁদের বাড়িতে প্রথম ক্যামেরা কেনা হয়েছিল। অপু বিশ্বাস আর মেজ বোন ঠিক করেছিলেন, ‘এমন একটি ছবি তুলব, সারা জীবন সংগ্রহে রাখার মতো হয়।’ অপুর কাকা বিশ্বনাথ বিশ্বাস তুলেছিলেন ছবিটি। অপুর ভাষায়, ‘আমি ছিলাম দিদির চেয়ে লম্বায় খাটো। আর তাই ছোট কাকার লুঙ্গি ও শার্ট পরলাম। আর দিদি যেহেতু বড়, তাই বাবার লুঙ্গি ও শার্ট পরেছিল। বিকেল বেলা দিদি দুটি টুপিও জোগাড় করল।’
অপু বিশ্বাস জানিয়েছেন, ছবিটি ২০০১ সালে তোলা। সেদিন তাঁদের বাড়িতে প্রথম ক্যামেরা কেনা হয়েছিল। অপু বিশ্বাস আর মেজ বোন ঠিক করেছিলেন, ‘এমন একটি ছবি তুলব, সারা জীবন সংগ্রহে রাখার মতো হয়।’ অপুর কাকা বিশ্বনাথ বিশ্বাস তুলেছিলেন ছবিটি। অপুর ভাষায়, ‘আমি ছিলাম দিদির চেয়ে লম্বায় খাটো। আর তাই ছোট কাকার লুঙ্গি ও শার্ট পরলাম। আর দিদি যেহেতু বড়, তাই বাবার লুঙ্গি ও শার্ট পরেছিল। বিকেল বেলা দিদি দুটি টুপিও জোগাড় করল।’ফেসবুক থেকে

২০০৪ সালে  ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু
২০০৪ সালে ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরুফেসবুক থেকে

এরপর ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। ছবিটি ব্যবসা সফল হওয়ার পর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি
এরপর ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। ছবিটি ব্যবসা সফল হওয়ার পর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নিফেসবুক থেকে

শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পায় দারুণভাবে। ২০০৭ সালে মান্নার বিপরীতে ‘মেশিনম্যান’ ছবিতে এবং শাকিব খানের বিপরীতে ‘কাবিননামা’ ছবিতে অভিনয় করেন অপু। এরপর ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তোর কারণে বেঁচে আছি’, ‘কিং খান’, ‘বুক ফোটে তো মুখ ফোটে না’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা,’‘মনে প্রাণে আছ তুমি’, ‘ভালোবাসার লাল গোলাপ’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘জান আমার জান’, ‘মনে বড় কষ্ট’, ‘মাই নেম ইজ খান’, ‘সম্রাট’, ‘রাজনীতি’ ছবিগুলোও সুপারহিট ব্যবসা করে
শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পায় দারুণভাবে। ২০০৭ সালে মান্নার বিপরীতে ‘মেশিনম্যান’ ছবিতে এবং শাকিব খানের বিপরীতে ‘কাবিননামা’ ছবিতে অভিনয় করেন অপু। এরপর ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তোর কারণে বেঁচে আছি’, ‘কিং খান’, ‘বুক ফোটে তো মুখ ফোটে না’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা,’‘মনে প্রাণে আছ তুমি’, ‘ভালোবাসার লাল গোলাপ’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘জান আমার জান’, ‘মনে বড় কষ্ট’, ‘মাই নেম ইজ খান’, ‘সম্রাট’, ‘রাজনীতি’ ছবিগুলোও সুপারহিট ব্যবসা করেফেসবুক থেকে

ঢাকার চলচ্চিত্রে গড়ে ওঠে শাকিব-অপু নতুন জুটি। ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত অপু-শাকিব জুটি একাধারে ৭০টির মতো ছবিতে অভিনয় করে। একসঙ্গে কাজ করতে গিয়ে একসময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের
ঢাকার চলচ্চিত্রে গড়ে ওঠে শাকিব-অপু নতুন জুটি। ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত অপু-শাকিব জুটি একাধারে ৭০টির মতো ছবিতে অভিনয় করে। একসঙ্গে কাজ করতে গিয়ে একসময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদেরফেসবুক থেকে

শাকিব খান ছাড়া অপু অভিনয় করেছেন মান্না, ফেরদৌস, রিয়াজ, আমিন খান, অমিত হাসান, ইমন, কাজী মারুফ, নীরব ও কলকাতার ইন্দ্রনীলের সঙ্গে
শাকিব খান ছাড়া অপু অভিনয় করেছেন মান্না, ফেরদৌস, রিয়াজ, আমিন খান, অমিত হাসান, ইমন, কাজী মারুফ, নীরব ও কলকাতার ইন্দ্রনীলের সঙ্গেফেসবুক থেকে

‘বসগিরি’ ছবিতে শাকিব খান নবাগত বুবলীর সঙ্গে জুটি হয়ে অভিনয় করেন। এরপর ভেঙে যায় শাকিব–অপু জুটি
‘বসগিরি’ ছবিতে শাকিব খান নবাগত বুবলীর সঙ্গে জুটি হয়ে অভিনয় করেন। এরপর ভেঙে যায় শাকিব–অপু জুটিকোলাজ

অপু বিশ্বাস অভিনয় করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত ছবিতেও। চাষী নজরুল ইসলাম পরিচালিত ছবিটিতে অপু অভিনয় করেন পার্বতী চরিত্রে
অপু বিশ্বাস অভিনয় করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত ছবিতেও। চাষী নজরুল ইসলাম পরিচালিত ছবিটিতে অপু অভিনয় করেন পার্বতী চরিত্রেফেসবুক থেকে

অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল গোপনে তাঁর পর্দা জুটি শাকিব খানকে বিয়ে করেন। বিয়ের পরও তাঁরা কেউই বিষয়টি নিয়ে কখনো মুখ খোলেননি
অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল গোপনে তাঁর পর্দা জুটি শাকিব খানকে বিয়ে করেন। বিয়ের পরও তাঁরা কেউই বিষয়টি নিয়ে কখনো মুখ খোলেননিসিনেমার দৃশ্য

শাকিব ও বুবলী জুটি যখন সবার আলোচনায়, ঠিক তখন অপু বিয়ের ব্যাপারটি সামনে নিয়ে আসেন। অপুর ধারণা, গোপনে শাকিব খান ঢালিউডের নবাগত নায়িকা বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।
শাকিব ও বুবলী জুটি যখন সবার আলোচনায়, ঠিক তখন অপু বিয়ের ব্যাপারটি সামনে নিয়ে আসেন। অপুর ধারণা, গোপনে শাকিব খান ঢালিউডের নবাগত নায়িকা বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।ছবি: ফেসবুক

২০১৬ সালে ২৭ সেপ্টেম্বর দেশের বাইরের একটি হাসপাতালে জন্ম নেয় ছেলেসন্তান আব্রাম খান জয়। ছেলের জন্মের পরও বিয়ের বিষয়টি লুকিয়ে রাখেন অভিনেত্রী।২০১৭ সালের ১০ এপ্রিল বিকেলে একটি টেলিভিশন অনুষ্ঠানে সরাসরি সাক্ষাৎকারে অপু বিশ্বাস উপস্থিত হয়ে শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ের কথা প্রকাশ্যে আনেন
২০১৬ সালে ২৭ সেপ্টেম্বর দেশের বাইরের একটি হাসপাতালে জন্ম নেয় ছেলেসন্তান আব্রাম খান জয়। ছেলের জন্মের পরও বিয়ের বিষয়টি লুকিয়ে রাখেন অভিনেত্রী।২০১৭ সালের ১০ এপ্রিল বিকেলে একটি টেলিভিশন অনুষ্ঠানে সরাসরি সাক্ষাৎকারে অপু বিশ্বাস উপস্থিত হয়ে শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ের কথা প্রকাশ্যে আনেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *