Home অপরাধ মুঠোফোনের আপত্তিকর ভিডিওর জেরে জয়পুরহাটে কলেজছাত্রকে হত্যা: পুলিশ
অক্টোবর ৯, ২০২৩

মুঠোফোনের আপত্তিকর ভিডিওর জেরে জয়পুরহাটে কলেজছাত্রকে হত্যা: পুলিশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কলেজছাত্র মো. হোসাইন সৌরভ (১৯) হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, মুঠোফোনে থাকা কয়েকটি ভিডিওর জেরে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছেন রিফাত হোসেন নামের এক তরুণ। রিফাতের দেওয়া তথ্য অনুযায়ী মুঠোফোন ও ছুরি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক এ তথ্য জানিয়েছেন।

নিহত সৌরভের বাড়ি পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদপুর গ্রামে। তিনি উপজেলার সড়াইল আদর্শ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। গত শুক্রবার সকালে ওই গ্রামের একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর রাতে সৌরভ খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। রাত ৯টার দিকে রিফাত এসে তাঁকে মাছ ধরার কথা বলে ডেকে নিয়ে যান। রাত ১১টার দিকে পরিবারের লোকজন দেখেন, সৌরভ বাড়িতে ফেরেননি। ওই রাতে রিফাতের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়। তিনি বলেন, সৌরভ বাড়ি ফিরে গেছেন। কিন্তু সৌরভ বাড়ি না ফেরায় তাঁর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ৬ অক্টোবর সকালে ওই এলাকার একটি ধানখেত থেকে সৌরভের লাশ উদ্ধার করা হয়।

পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক বলেন, সৌরভের মুঠোফোনে রিফাতের কিছু আপত্তিকর ভিডিও ছিল। সেগুলো দিয়ে তিনি রিফাতকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেন। গত ৫ অক্টোবর রাতে মোহাম্মদপুরের ধানখেতের মাঠে ভিডিওর বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। এর জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হোসাইন সৌরভের বাবা বাদী হয়ে রিফাতকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলার পর রিফাতকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *