তারাকান্দায় ঈদে মিলাদুন্নবী(সঃ) উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
হুমায়ুন কবির,তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে সোমবার র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, তারাকান্দা উপজেলার গালাগাঁও শেখ মুজিব কলেজ,চরপাড়া উচ্চ বিদ্যালয়,চরপাড়া দাখিল মাদরাসা ও চরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে শেখ মুজিব কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন, শেখ মুজিব কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন রেজভী।
চরপাড়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, কাকুরা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল জলিল আকন্দ।
আলোচনা সভা সঞ্চালনাকরেন, চরপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবুল কাশেম।