Home বিনোদন মুখগুলো পাল্টে যায়, কিন্তু ভালোবাসা একই থাকে.
অক্টোবর ৮, ২০২৩

মুখগুলো পাল্টে যায়, কিন্তু ভালোবাসা একই থাকে.

‘দশম অবতার’ ছবিতে অভিনয় করে আলোচনায় বাংলাদেশি অভিনয়শিল্পী জয়া আহসান। এই পূজায় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগেই সম্প্রতি ছবির ‘বাউন্ডুলে ঘুড়ি’ শিরোনামে একটি গানও প্রকাশিত হয়েছে। গানটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘মুখগুলো পাল্টে যায়, কিন্তু ভালোবাসা একই থাকে…।’

২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার প্রিমিয়ার হচ্ছে আজ। উৎসবের বুসান সিনেমা সেন্টারে সিনেমাটির প্রদর্শনী রয়েছে। এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এ উৎসবের ২৮তম আসরের প্রতিযোগিতা বিভাগ ‘জিসোক’-এ নির্বাচিত হয়েছে চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অরিজিনাল সিনেমাটি। উৎসবে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় উড়াল দিয়েছেন ফারুকী-তিশা ও তাঁদের কন্যাসন্তান ইলহাম। যাত্রা শুরুর সময় উড়োজাহাজের ভেতরে তিশার সেলফিতে এভাবেই দেখা গেছে ফারুকী ও ইলহামকে। ছবিটি ফেসবুকে পোস্ট করে তিশা লিখেছেন, ‘বুসানের পথে।’
২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার প্রিমিয়ার হচ্ছে আজ। উৎসবের বুসান সিনেমা সেন্টারে সিনেমাটির প্রদর্শনী রয়েছে। এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এ উৎসবের ২৮তম আসরের প্রতিযোগিতা বিভাগ ‘জিসোক’-এ নির্বাচিত হয়েছে চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অরিজিনাল সিনেমাটি। উৎসবে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় উড়াল দিয়েছেন ফারুকী-তিশা ও তাঁদের কন্যাসন্তান ইলহাম। যাত্রা শুরুর সময় উড়োজাহাজের ভেতরে তিশার সেলফিতে এভাবেই দেখা গেছে ফারুকী ও ইলহামকে। ছবিটি ফেসবুকে পোস্ট করে তিশা লিখেছেন, ‘বুসানের পথে।’

একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছিলেন ভারতীয় গায়ক ও অভিনেতা লাকি আলী। একই অনুষ্ঠানে গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণব। অনুষ্ঠানের এক ফাঁকে লাকি আলীর সঙ্গে এক ফ্রেমে পাওয়া গেছে অর্ণব ও তাঁর সংগীতশিল্পী স্ত্রী সুনিধি নায়েককে।
একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছিলেন ভারতীয় গায়ক ও অভিনেতা লাকি আলী। একই অনুষ্ঠানে গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণব। অনুষ্ঠানের এক ফাঁকে লাকি আলীর সঙ্গে এক ফ্রেমে পাওয়া গেছে অর্ণব ও তাঁর সংগীতশিল্পী স্ত্রী সুনিধি নায়েককে।

কিছুদিন আগে অভিনয়শিল্পী জাকিয়া বারী মম অভিনীত ‘অগোচরা’ ও ‘সাড়ে ষোলো’ দুটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এই দুটি সিরিজে তাঁর অভিনয় প্রশংসিতও হয়। নতুন কাজের খবর না দিলেও খুব শিগগির তা জানাবেন। এই অভিনয়শিল্পী ফেসবুকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘যদি পুরাতন প্রেম, ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে/ যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও/ ছায়ার মতন আছি না আছি, মনে রেখো, তবু মনে রেখো।’
কিছুদিন আগে অভিনয়শিল্পী জাকিয়া বারী মম অভিনীত ‘অগোচরা’ ও ‘সাড়ে ষোলো’ দুটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এই দুটি সিরিজে তাঁর অভিনয় প্রশংসিতও হয়। নতুন কাজের খবর না দিলেও খুব শিগগির তা জানাবেন। এই অভিনয়শিল্পী ফেসবুকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘যদি পুরাতন প্রেম, ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে/ যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও/ ছায়ার মতন আছি না আছি, মনে রেখো, তবু মনে রেখো।’

বলিউডি পরিচালক বিশাল ভরদ্বাজের ওয়েব ফিল্ম ‘খুফিয়া’তে অভিনয় করে আলোচনায় বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘খুফিয়া’ সিনেমার বিষয়বস্তু বাংলাদেশের জন্য সংবেদনশীল, বাঁধন অভিনীত হীনা রহমান ওরফে অক্টোপাস চরিত্রটিও। মুক্তির পর তাঁর অভিনীত চরিত্র বা সিনেমা নিয়ে বিতর্ক হবে—এ ভাবনা মাথায় ছিল? অভিনেত্রী জানান, কোনো চরিত্র যদি তাঁকে রোমাঞ্চিত করে, তাহলে অন্য কিছু না ভেবে সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত। এখন মুক্তির পর যখন ভারতীয় বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর অভিনয় নিয়ে লেখা হচ্ছে, সেটা তাঁর মধ্যে ভালো লাগা তৈরি করছে। ফলে অক্টোপাসের আর ভয় কী! এই অভিনয়শিল্পী তাঁর কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘হ্যালো বিশ্ববাসী।’
বলিউডি পরিচালক বিশাল ভরদ্বাজের ওয়েব ফিল্ম ‘খুফিয়া’তে অভিনয় করে আলোচনায় বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘খুফিয়া’ সিনেমার বিষয়বস্তু বাংলাদেশের জন্য সংবেদনশীল, বাঁধন অভিনীত হীনা রহমান ওরফে অক্টোপাস চরিত্রটিও। মুক্তির পর তাঁর অভিনীত চরিত্র বা সিনেমা নিয়ে বিতর্ক হবে—এ ভাবনা মাথায় ছিল? অভিনেত্রী জানান, কোনো চরিত্র যদি তাঁকে রোমাঞ্চিত করে, তাহলে অন্য কিছু না ভেবে সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত। এখন মুক্তির পর যখন ভারতীয় বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর অভিনয় নিয়ে লেখা হচ্ছে, সেটা তাঁর মধ্যে ভালো লাগা তৈরি করছে। ফলে অক্টোপাসের আর ভয় কী! এই অভিনয়শিল্পী তাঁর কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘হ্যালো বিশ্ববাসী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *