কিছুদিন আগে অভিনয়শিল্পী জাকিয়া বারী মম অভিনীত ‘অগোচরা’ ও ‘সাড়ে ষোলো’ দুটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এই দুটি সিরিজে তাঁর অভিনয় প্রশংসিতও হয়। নতুন কাজের খবর না দিলেও খুব শিগগির তা জানাবেন। এই অভিনয়শিল্পী ফেসবুকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘যদি পুরাতন প্রেম, ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে/ যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও/ ছায়ার মতন আছি না আছি, মনে রেখো, তবু মনে রেখো।’