বেড়েছে ডিমের দাম
রাজধানী ঢাকায় দু’দিন আগেও ফার্মের মুরগির ডিম ১৫০ টাকা ডজন বিক্রি হয়েছে। কিন্তু এখন ডজন প্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দাম। ফলে বাজারে প্রতি ডজন এখন ডিম ১৫৫ টাকা এবং পাড়া-মহল্লার কিংবা অলি-গলির দোকানে তা ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে তিন সপ্তাহ আগে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা বেঁধে দিয়েছিল সরকার। এর পরও দাম নিয়ন্ত্রণে না এলে ১০ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। ওই সময় কিছুটা দাম কমতে শুরু করেছিল। তবে এখন টানা তিন দিন বৃষ্টির পর ঢাকায় নতুন করে ডিমের দাম বেড়ে গেছে।
বর্তমান হিসেবে ডিমের দাম সাড়ে ১৩ টাকার কাছাকাছি চলে গেছে। এতে এক ডজন ডিম সাধারণ মানুষদের নির্ধারিত দামের থেকে বাড়তি গুনতে হচ্ছে ১৬ টাকা। নিত্যদিনের খাদ্যতালিকার অন্যতম অনুষঙ্গ ডিমের দাম বাড়ায় অসন্তোষও জানিয়েছেন ক্রেতারা।
ডিমের আড়তের ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে কয়েকদিন আড়তে আমদানি অনেক কম ছিল। এতে প্রতি ১০০ ডিমের দাম ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন আবহাওয়ায় স্বাভাবিক হচ্ছে, দুই একদিনের মধ্যে দাম কমে যাবে।