যেভাবে বাইডেনের সঙ্গে ছবি না তোলার প্রতিশোধ নিলেন গোলাম মাওলা রনি
যে কোনো ইস্যু নিয়েই কথা বলে সবসময় আলোচনায় থাকেন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
বাংলাদেশে সরকার-সমর্থক রাজনৈতিক কর্মী, সমর্থক এবং গণমাধ্যম কর্মীদের অনেকেই এসব ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করেন।
কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক ভালো হয়ে যাবার প্রমাণ হিসেবে এ সেলফির কথা তুলে ধরেন।
তবে সোমবার সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তার ফেসবুকে একটি সেলিফ তুলে তার ক্যাপশনে লিখেছেন, জো বাইডেনের সঙ্গে ছবি না তোলার ব্যর্থতা আমারে দাবায়ে রাখতে পারেনি! তাই পরিবারের সঙ্গে ছবি তুলে প্রতিশোধ নিলাম!
আমার বীরত্বে মুগ্ধ হয়ে প্রিয় কন্যা নন্দিতার বদনে খুশির হাসি ফুটল! সবার মধ্যখানে বসে আমার জীবন সঙ্গিনীও ফিক করে হেসে দিলেন! আর নন্দিতার শাশুড়ি আম্মা হাসবেন নাকি হাসবেন না এমন সিদ্ধান্ত নেয়ার আগেই ছবিটি তোলা হয়ে গেল!
তার এই স্ট্যাটাসটি শেয়ার করার পর পরই ভাইরাল হয়ে যায়। বুধবার দুপুর পর্যন্ত এটিতে ৯২ হাজার প্রতিক্রিয়া এবং ৬ হাজারেরও বেশি কমেন্ট পড়েছে।