Home সারাদেশ খাগড়াছড়িতে শুরু হলো তাঁত ও হস্ত শিল্প প্রদর্শনী মেলা
সেপ্টেম্বর ২৬, ২০২৩

খাগড়াছড়িতে শুরু হলো তাঁত ও হস্ত শিল্প প্রদর্শনী মেলা

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ি জেলা সদর উপজেলা পরিষদ মাঠে খাগড়াছড়ি নিউজিল্যান্ড নারী কল্যাণ সমিতি’র উদ্যোগে ২০দিনব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত শিল্প প্রদর্শনী মেলা শুরু হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫টায় ফিতা কেটে ও রঙ্গিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফান উদ্দিন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা প্রমুখ।

২০দিনব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত শিল্প মেলায় থাকছে চারটি প্যাভিলিয়নে প্রায় অর্ধশতাধিক দোকান। এসব দোকানে পাওয়া যাবে হাতে তৈরি ঢাকাই জামদানী, তাঁতের শাড়ি, কুটির শিল্প, বড়দের ও ছোটদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, পোশাক ও প্রসাধনী। আরো রয়েছে ফুলের টব, ও হাতে তৈরি প্যাকেটজাত নানান ধরনের খাদ্য সামগ্রী। উদ্বোধনী শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *