মানিকছড়ি থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ ১ আসামী গ্রেফতার।
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর (পিপিএম বার) মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এবং মানিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব এ, কে, এম কামরুজ্জামান মহোদয় ও মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব আনচারুল করিম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ আশিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায়
১৫/০৯/২০২৩খ্রিঃ রাত ২২.৩০ ঘটিকার সময় মানিকছড়ি থানাধীন ০১নং মানিকছড়ি ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের মানিকছড়ি দারুসসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার পিছনে জাহাঙ্গীরের চা এর দোকানের সামনে হইতে আসামী মোঃ ইব্রাহিম খলিল (২২),
কে আটক পূর্বক তাহার হেফাজত হইতে ২৯ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ আটক করেন।
এ সংক্রান্তে মানিকছড়ি থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক যথাসময়ে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।