Home বিনোদন তোমার স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়, ফেসবুকে শাবনূর
সেপ্টেম্বর ৬, ২০২৩

তোমার স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়, ফেসবুকে শাবনূর

চার বছরের ক্যারিয়ারে ২৭ সিনেমার মধ্যে ১৩টিতে জুটি হিসেবে শাবনূরকে পেয়েছেন প্রয়াত অভিনেতা সালমান শাহ।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে বড় শূন্যতা তৈরি করে বিদায় নেন সালমান শাহ। প্রয়াণের দিনে সালমান শাহকে স্মরণ করলেন শাবনূর।

অস্ট্রেলিয়া থেকে ফেসবুক পোস্টে শাবনূর লিখেছেন, ‘কোথায় হারিয়ে গেলে সালমান। তোমার স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়। অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ। দীর্ঘ ২৭ বছর পর এখনো তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও তার সমর্থকেরা। যেখানে আছো, ভালো থেকো স্বপ্নের নায়ক। তোমার মাগফিরাত কামনা করছি।’

এর মধ্যে রয়েছে—‘রঙিন সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’। সালমান ও শাবনূর জুটির বেশির ভাগ সিনেমা ব্যবসায়িক সফলতা পাওয়ার পাশাপাশি দর্শকনন্দিতও হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *