ছাত্রলীগের সভায় ঐক্যফ্রন্টের এমপি সুলতান মনসুর
সুলতান মনসুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি। গত সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি নেতা এম এম শাহীন নৌকা প্রতীকে নির্বাচন করে হেরে গেছেন।
নির্বাচনে সুলতান মনসুর ৭৯ হাজার ৭৪২ ভোট পান। আর এম এম শাহীন পান ৭৭ হাজার ১৭০ ভোট।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সেখানে ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন সুলতান মনসুর। প্রধানমন্ত্রীর সঙ্গে ওই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে নতুন করে আলোচনায় আসেন সুলতান মনসুর।
অবশ্য এই আলোচনার সূত্রপাত হয়েছিল গত মাসের মাঝামাঝিতে যুক্তরাজ্য থেকে শেখ রেহানার সঙ্গে বিমানে পাশাপাশি বসে আসার ছবি প্রকাশ হওয়ার পর।
২০০২ সালে আওয়ামী লীগের সম্মেলনে তাঁকে সাংগঠনিক সম্পাদক করা হয়। ১৯৯৬ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদে কাদের সিদ্দিকীর নেতৃত্বে প্রতিরোধ আন্দোলনেও যোগ দিয়েছিলেন তিনি।