রামগড়ে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় চিনি জব্দ
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ফেনি নদীর কুল কলাবাগান স্থানে ৪৩ বিজিবির অভিযানে অবৈধভাবে আনিত ভারতীয় চিনি জব্দ করা হয়।
বৃহস্প্রতিবার(৩১ আগস্ট) দুপুরে রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ মহামুনি বিওপিতে কর্মরত নায়েব সুবেদার ফরিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে কলাবাগান স্থান থেকে মালিকবিহীন অবৈধ ভারতীয় ১১৫ কেজি চিনি জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত চিনি বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।