ক্রীড়া সামগ্রী ও স্কুলের জোড়া বেঞ্চ বিতরণ করেন রামগড় উপজেলা চেয়ারম্যান
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে উৎসাহিত করতে রামগড় উপজেলা পরিষদ এর এডিপির বরাদ্দ থেকে রামগড় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের জন্য ৩৫ জোড়া বেঞ্চ বিতরণ করেন, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী মহোদয়। এতে আরো উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন মহোদয় ও রামগড় উপজেলা সহকারী কমিশনার ভূমি মানস চন্দ্র দাস মহোদয়।