Home সারাদেশ হুমকিদাতার শাস্তি চান জবি শিক্ষকরা
আগস্ট ৩১, ২০২৩

হুমকিদাতার শাস্তি চান জবি শিক্ষকরা

তৌকির আহমেদ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ নিসতার জাহান কবিরকে হুমকিদাতা সাইদুল ইসলাম সাঈদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একে এম লুৎফর রহমান স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম সাইদ কর্তৃক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মোঃ নিসতার জাহান কবিরকে প্রকাশ্যে হুমকি দেয়ার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অত্যন্ত মর্মাহত ও ব্যথিত। অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবির বিশ্ববিদ্যালয়ে দৈনন্দিন দায়িত্ব শেষে বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বরের সামনে দাঁড়িয়ে ছিলেন। পছন্দের প্রার্থীকে জবি ডিবেটিং সোসাইটির সদস্য হিসেবে মনোনয়ন না দেয়ায় সাইদুল ইসলাম সাইদ অধ্যাপক ড. শাহ মোঃ নিসতার জাহান কবিরকে পথ আটকে রেখে তাঁকে দেখে নেয়ার হুমকি দেয়।
 এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে ঘটনার সংগে জড়িত সাইদুল ইসলাম সাইদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য শিক্ষক সমিতি জোর দাবি জানাচ্ছে বলেও উল্লেখ করা হয় স্মারকলিপিতে।
এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি সাইদুল ইসলাম সাঈদকে ডিবেটিং সোসাইটির সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অশোক কুমার সাহাকে আহবায়ক ও ডেপুটি রেজিস্ট্রার হেদায়েত উল্লাহ তুর্কিকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম।
অপরদিকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবিরের সাথে অসদাচরণ এবং হুমকি প্রদানের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি
 সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাঈদকে ডিবেটিং সোসাইটির সকল কার্যক্রম থেকে অব্যহতি প্রদান করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *