খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম(বার) মহোদয়ের নির্দেশে গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তিতে জোর প্রচেষ্টারসহ মাদক উদ্ধারের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(রামগড় সার্কেল) জনাব মোঃ নাজিম উদ্দিন মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ সাহবের সার্বিক তত্বাবধানে এসআই(নিরস্ত্র)/মোঃ জাফর আলম, এসআই(নিরস্ত্র)/মোঃ সামছুল আমিন ও সংগীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১। জিআর-২৬/২৩, রামগড় থানার মামলা নং-০১(০৬)২৩, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ১০(ক) এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ১। আবদুর রহিম(১৮), পিতা-মৃত নুর নবী, সাং-দক্ষিণ লামকুপাড়া, রামগড়, খাগড়াছড়িকে গ্রেফতার করা হয়।
তাছাড়াও রামগড় থানার বিশেষ অভিযান টিম-১ এবং বিশেষ অভিযান টিম-২ এর অফিসার ফোর্স অভিযান পরিচালনা করিয়া গত ২৬শে আগস্ট হইতে ২৮শে আগস্ট পর্যন্ত রামগড় থানা এলাকায় বিশেষ অভিযানে ০২টি সিআর এবং ০১টি জিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী এবং ০১ কেজি গাঁজাসহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়। মাননীয় পুলিশ সুপার, খাগড়াছড়ি মহোদয়ের নির্দেশে পর্যাপ্ত গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তিসহ মাদক/অস্ত্র/চোরাচালান উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে ।