Home সারাদেশ ময়মনসিংহের আওয়ামী রাজনীতির বটবৃক্ষ অধ্যক্ষ মো. মতিউর রহমান আর নেই
আগস্ট ২৮, ২০২৩

ময়মনসিংহের আওয়ামী রাজনীতির বটবৃক্ষ অধ্যক্ষ মো. মতিউর রহমান আর নেই

হুমায়ুন কবির,ময়মনসিংহঃ সাবেক ধর্মমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. মতিউর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ( ২৭ আগস্ট) রাত ১০ টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন।
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গত বছর একুশে পদক পান। তিনি ছিলেন বঙ্গবন্ধু খুব স্নেহের বঙ্গবন্ধু তাঁকে মতিমালা বলে ডাকতেন।
ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. মতিউর রহমানের বয়স হয়েছিল প্রায় ৮১ বছর।
প্রবীন এই সমাজ সেবক ও রাজনীতিবিদ অধ্যক্ষ মতিউর রহমান ১৯৪২ সালের ৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন
তিনি ১৯৬৬ সনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হয়ে ১৯৬৭ সনে এম.এস.সি. সম্পন্ন করেন। এম.এস.সি. পাশের পর তিনি জামালপুর জেলার নান্দিনা কলেজ এবং ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে প্রাণিবিদ্যার শিক্ষক হিসেবে চাকুরী করেন।
তিনি ময়মনসিংহ সদরে প্রতিষ্ঠা করেন আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ,ময়মনসিংহ। এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *