Home স্বাস্থ্য সংবাদ জবিতে নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যাবস্থা, ছড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ
আগস্ট ২৩, ২০২৩

জবিতে নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যাবস্থা, ছড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ

তৌকির আহমেদ, জবি প্রতিনিধি: মৌসুমি বায়ুর প্রভাবে গত ৪ দিন ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টির কারনে ব্যাপক বিড়ম্বনার মধ্য পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টি শেষে দীর্ঘক্ষন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা যায়।
এই জমে থাকা পানির জন্য ব্যাপক দূর্ভোগ সৃষ্টি হয় ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের চলাচলে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ,মনোবিজ্ঞান বিভাগ, গনিত বিভাগসহ বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা যায়। ক্যাম্পাসে বিভিন্ন স্থানে পানি জমে থাকার জন্য ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল,সৃষ্টি হয়েছে দূর্ঘটনার আশঙ্কা। জমে থাকা পানি থেকে সৃষ্টি হতে পারে এডিস মশার লার্ভা যা থেকে মশার বিস্তার খুব সহজেই হতে পারে। গত বুধবার রাতে এই জমে থাকা পানিতে পড়ে আহত হন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাঈম সাদ, রাকিবুল ইসলাম রাকিব এবং সমাজকর্ম বিভাগের তারেক মনোয়ার।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য তেমন যথাযথ ব্যবস্থা নেই। এছাড়াও ক্যাম্পাসের অনেক নিচু জায়গায় পানি জমে থাকে। এ ব্যাপারে প্রশাসন থেকে পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা  গ্রহন করা হয়নি। সাধারন শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান করুক।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, এভাবে জমে থাকা পানিতে মশা সহজেই বংশ বিস্তার করতে পারে৷ ফলে ডেঙ্গুর তীব্র ঝুঁকি সৃষ্টি হচ্ছে৷ আমরা ক্যাম্পাসে এমন পরিবেশ চাইনা৷
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, বিষয়টি আমি অবগত নই৷ বিস্তারিত জেনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *