Home বানিজ্য পেঁয়াজ রপ্তানিতে ভারতের ৪০ শতাংশ শুল্কারোপ
আগস্ট ২১, ২০২৩

পেঁয়াজ রপ্তানিতে ভারতের ৪০ শতাংশ শুল্কারোপ

দেশের অভ্যন্তরীণ বাজারে দাম বাড়তে থাকায় পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্কারোপ করেছে ভারত।  গত শনিবার ভারতের অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্কারোপের সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই কার্যকর হবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বহাল থাকবে। রয়টার্স

রয়টার্স জানিয়েছে, ভারতে মূল্যস্ফীতি বাড়তে থাকায় পেঁয়াজ, টমেটোসহ বেশি ব্যবহার হয় এমন প্রায় সব ধরনের সবজির দাম বাড়ছে। গত কয়েক মাসে এসব সবজির দাম দ্বিগুণের বেশি বেড়েছে। আগস্টের বড় সময়জুড়ে বৃষ্টি না হওয়ায় ভারতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। সবজি উৎপাদনেও এর প্রভাব পড়ছে। এতে সব ধরনের সবজির দাম বাড়ছে।

বিশ্বের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী দেশ ভারত থেকে বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের মালয়েশিয়া, শ্রীলংকাসহ বেশ কয়েকটি দেশ পেঁয়াজ আমদানি করে থাকে। তবে নিজেদের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতেই শুল্ক বাড়ানো হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সরবরাহ সংকটে বাংলাদেশে মৌসুম শেষ না হতেই পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয়। কয়েক দিনের ব্যবধানেই পেঁয়াজের দামে সেঞ্চুরি হয়। তখন দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৪ জুন পেঁয়াজ আমদানির অনুমোদন দেয় বাংলাদেশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *