Home সারাদেশ মুনা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে মিজানুর রহমান
আগস্ট ১৭, ২০২৩

মুনা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে মিজানুর রহমান

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় আগামী ১৮ আগস্ট শুরু হচ্ছে প্রবাসে মুসলমানদের সবচেয়ে বৃহৎ মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) সম্মেলন। তিন দিনের এ সম্মেলন চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

এই সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান । এই সম্মেলনে তিনি বিশেষ বক্তা হিসেবে কুরআন ও হাদিসের বিশ্লেষণধর্মী বক্তব্য দেবেন।

স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত মুনার প্রেস কনফারেন্সে নেতৃবৃন্দরা কনভেনশনে মিজানুর রহমান উপস্থিতির কথা জানান।

করোনাকালীন বিরূপ পরিস্থিতির কারণে গত তিন বছর আমেরিকান-বাংলাদেশিদের অন্যতম বৃহৎ এই সম্মেলন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ বিরতির পর এবার নতুন রূপে এবং আরও বৃহৎ পরিসরে ‘মুনা কনভেনশন ২৩’-এর আয়োজন করা হয়েছে।

‘আল-কুরআন গাইডেন্স ফর হিউম্যানিটি’ এ স্লোগান প্রতিপাদ্য করে এবারের কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে মুসলিম জীবনে বিশেষ করে বাংলাদেশি-আমেরিকান পরিবারের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

সম্মেলনে ইসলামি চর্চা ছাড়াও থাকবে সেমিনার, ছোটদের অনুষ্ঠান, নারীদের জন্য আলাদা অনুষ্ঠান, বাচ্চাদের খেলাধুলা, কালচারাল প্রোগ্রাম ও ইয়থ প্রোগ্রাম। চার মহাদেশ থেকে ইসলামিক চিন্তাবিদরা এই সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, মুনা হচ্ছে আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। মানুষের ব্যক্তিগত, নৈতিক ও সামাজিক মানোন্নয়নের জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় মুনা। ১৯৯০ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যে করপোরেশনভুক্ত হওয়া সংগঠনটি বর্তমানে ৪০টিরও বেশি অঙ্গরাজ্যে নিয়মিত কার্যক্রম চালাচ্ছে। একটি দাওয়াতি সংগঠন হিসেবে মুনা মুসলিমদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলাম পালনের পাশাপাশি অমুসলিমদের কাছে ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরার আহ্বান জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *