Home জেলা রাজনীতি আজ থেকে তিন দিনের কর্মসূচিতে মাঠে থাকছে বিএনপি
আগস্ট ১৭, ২০২৩

আজ থেকে তিন দিনের কর্মসূচিতে মাঠে থাকছে বিএনপি

আবারও টানা তিন দিনের কর্মসূচি নিয়ে আজ বৃহস্পতিবার থেকে মাঠে থাকছে বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দলটি আজ সারা দেশে প্রচারপত্র বিলির কর্মসূচি পালন করছে।

দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ বিএনপির সাংগঠনিক থানাগুলোয় নেতা-কর্মীরা প্রচারপত্র বিলির কর্মসূচি পালন করছেন।

দলটির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা ঢাকার বিভিন্ন জায়গায় প্রচারপত্র বিলির এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এ ছাড়া সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) ঢাকাসহ সব মহানগরে গণমিছিল করবে।

পরের দিন শনিবার (১৯ আগস্ট) সারা দেশে পদযাত্রার কর্মসূচি দিয়েছে বিএনপি। এক দফা দাবিতে গণমিছিল এবং পদযাত্রার দুই দিনের এই কর্মসূচি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দল ও জোটগুলোও পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *