দৌলতদিয়া পুড়াভিটা এক যুবকের রহস্য জনক মৃত্যু
সোহেল রানা চৌধুরী, গোয়ালন্দ( রাজবাড়ী) থেকে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটায় করিমের বাড়ীর ভাড়াটিয়া নুরজাহান বেগমের রুমে সকাল৭ টার দিকে মিন্নাত শেখ(৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে মানিকগঞ্জ জেলার শিবলয় উপজেলার মোহাদেবপুর ইউনিয়নের সাইলি গ্রামের ইউনুছ শেখের ছেলে।
রোববার ৬ আগষ্ট দৌলতদিয়া পুড়াভিটায় এই ঘটনাটি ঘটে।
পুড়াভিটা করিমের বাড়ীর ভাড়াটিয়া নুরজাহান বেগম বলেন, সকাল ৭ টার দিকে আমার দোকানের সামনে এসে আমাকে বলছে খালা তোমার রুমে একটু ডুকবো আমি বললাম কেন সে বললো একটু হেরোইন খাবো খালা। এই কথা বলেই সে আমার ঘরে ডুকে গেলো। পরে আমি এসে দেখছি ও চোকির উপর শুয়ে আছে তখন ডাকলে কোন সাড়া শব্দ করে না। তখন স্থানীয়রা থানা পুলিশ কে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানা’র তদন্ত (ওসি) উত্তম কুমার বলেন, নিতহ মিন্নাতের ভাই ও
আত্মীয়দের সাথে কথা বলে জানা গেছে সেই আগে থেকেই হার্ডের রোগী ছিলেন। তার শরীলে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। একটি ইউটি মামলা করে।
লাশটিকে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।