Home সারাদেশ দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
জুলাই ১৮, ২০২৩

দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে ট্রাকের চালক আকরাম হোসেন (৩২) ও বাসের যাত্রী জান্নাতি রহমতারা (১২) নিহত হয়েছে।

এ ঘটনায় আরও প্রায় ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত আকরাম হোসেন পাবনা জেলার বেড়া উপজেলার সরিষা গ্রামের নুরুজ্জামানের ছেলে, জান্নাতি রতমতারা পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার দেবিপুর গ্রামের জিয়ারুল হকের মেয়ে।

পুলিশ জানায়, মা এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে আসার পথে মঙ্গলবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৩টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উপজেলার চড়ারহাট টুলটুলিপাড়া নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি আলু বহনকারী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। অপরদিকে এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধারসহ যানচলাচল স্বাভাবিক করে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদুল ইসলাম বলেন, নিহত জান্নাতির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে তার পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। চালকের মৃতদেহ থানা হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *